যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডিসি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব।
মামলায় অভিযোগ আনা হয়, রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইন ভঙ্গের শামিল। আদালতের কাছে সেনা মোতায়েন বন্ধে অবিলম্বে আদেশ জারির আবেদন জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প দেশীয় সামরিক কার্যক্রম সম্প্রসারণ করেন। গেল মাসে তিনি প্রায় আড়াই হাজার সৈন্য ওয়াশিংটন ডিসিতে মোতায়েনের নির্দেশ দেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত ছয়টি অঙ্গরাজ্য থেকে আনা হয় এবং তাদের অস্ত্র বহন ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়।
মামলার আর্জিতে বলা হয়, এই সেনা মোতায়েন স্থানীয় স্বায়ত্তশাসন ও মৌলিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল শোয়ালব মন্তব্য করেন—“আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের ওপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ।”
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপকে বিরোধীরা ‘অভূতপূর্ব’ ও ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন।