বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পলিয়ার ওয়াহিদের 'মুদ্রাদোষ'

কবি পলিয়ার ওয়াহিদ

মুদ্রাদোষ 

-পলিয়ার ওয়াহিদ                 

লেবু ফুলের গন্ধ ভালো

মন্দ নয়রে পান্তা ভাত,

ছটি ফুলের মধু ভালো

আর বসন্তেরই প্রভাত।

রাতের পাখি নয়রে সুখী 

কণ্ঠ যাদের মধুর,

সত্যবাদীর জীবন শোন

হইতে পারে বেদুর।

দিনের ভেতর জেগে থাকে

মস্ত কয়েক রাত;

সর্ষে ফুলের ব্যথা খেয়ে

মৌমাছিরা মাতাল,

ইলিশ মাছের উজান মেধা

জলে মেলায় তাল।

রক্তে যাদের বান রয়েছে

দোষে স্বভাবজাত।

সম্পাদক : জোবায়ের আহমেদ