মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের কাছে হামাসের চিঠি, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

ট্রাম্পের কাছে হামাসের চিঠি, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায়, ফিলিস্তিনি সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে।

ফক্স নিউজের খবর অনুযায়ী, তারা এরইমধ্যে চিঠিটির খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে আছে এবং এই সপ্তাহে ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

চিঠিতে হামাস জিম্মিদের অর্ধেক মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে। ট্রাম্প, যিনি বিশ্ব মঞ্চে নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, বারবার হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলায় যাদের বন্দি করেছিল, সেই জিম্মিদের সবাইকে মুক্তি দেয়।

গত সপ্তাহে ইংল্যান্ড সফরের সময় ট্রাম্প আবারও জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। এই মাসের শুরুতে তিনি তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে এক পোস্টে হামাসের প্রতি জিম্মিদের মুক্তির জন্য তার শেষ সতর্কবার্তা জারি করেছিলেন। তিনি লিখেছিলেন, 'সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়। সবাই চায় এই যুদ্ধের অবসান হোক। ইসরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন সময় এসেছে মেনে নেওয়ার। আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কীকরণ, আর কখনও হবে না।'

৭ অক্টোবরের হামলার প্রায় দুই বছর পরও গাজায় হামাসের হাতে ৪৮ জন জিম্মি আছেন বলে ধারণা করা হয়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে তাদের মধ্যে এখনও ২০ জন জীবিত আছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ