মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

যে দোয়া পড়লে আল্লাহ চিন্তামুক্ত করে দেন

প্রতীকি ছবি

বিপদ ও নানা ধরনের চিন্তা থেকে মুক্ত থাকতে আল্লাহ তায়ালার কাছে দোয়া করার বিকল্প নেই। কারণ মহান আল্লাহই মুমিনের একমাত্র আশ্রয়। তার অনুগ্রহেই মানুষ চিন্তা-পেরেশানি থেকে মুক্তি পেতে পারে।

প্রিয়নবী (সা.) যেকোনো ধরনের চিন্তা, উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়তে বলেছেন।

দোয়াটি হলো- হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ: আল্লাহ তায়ালাই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহাআরশের অধিপতি। 

হযরত আবু দারদা (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাতবার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তায়ালা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।' (সুনানে আবু দাউদ: ৫০৮৩, কানজুল উম্মাল: ৫০১১)

মূলত এটি হলো- আল্লাহ তায়ালাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা। যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়ায় যেমন পেরেশানি বা উৎকণ্ঠা থাকে না, একইভাবে পরকালেও তার বিপদ-মসিবতের ভয় নেই।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে বিপদ-আপদে অগাধ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

সম্পাদক : জোবায়ের আহমেদ