শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

বাংলাদেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শনিবার সায়ংকালে বোধন শেষে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে মহাষষ্ঠী। রাজধানীসহ সারাদেশে এবার ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মণ্ডপগুলোতে চিন্ময়ী আনন্দরূপিণীর বোধনে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে। আজ রবিবার মহাষষ্ঠী, রাত ৯টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে তিথি । আগামীকাল সোমবার মহাসপ্তমী।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই পূজা ঐতিহ্যবাহী বারোয়ারি বা কমিউনিটি পূজা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সনাতন বিশ্বাসে ধূপের ধোঁয়ায়, ঢাক-ঢোলক-কাঁসর-মন্দিরার নিনাদ এবং পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে দেবী দুর্গা কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। ‘সুদর্শন’ পঞ্জিকামতে, ঘোড়ায় আগমনের ফল সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা বয়ে আনে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভেচ্ছা বার্তায় বলেন, ‘এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উত্সাহ-উদ্দীপনার সঙ্গে উত্সবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ পারস্পরিক সহমর্মিতাকে আরও বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও সুসংহত হোক।’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভশক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। ফলে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। রাজধানী ঢাকায় এবার ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রবিবার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী। সেদিন দুপুর ৩টায় ঢাকাসহ সারাদেশে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এবারের পূজায় দেবীর আগমন গজে এবং গমন দোলায়।

সম্পাদক : অপূর্ব আহমেদ