শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি জানিয়েছে, ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক মিশনের নৌযান এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে তারা এই অনশন শুরু করেছেন।

এফএফসি জানায়, গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলি নৌ সেনারা। সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকালে। 


এফএফসি-র বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বাহিনী বুধবার অভিযাত্রীদের আটক করা শুরু করলে, সেদিনই তারা অনশন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রসঙ্গত, গাজার যুদ্ধবিধ্বস্ত বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে ৪৩টি নৌযানসহ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনটি যাত্রা শুরু করেছিল। এই মিশনে সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন। 

তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরই একটি ছাড়া সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। আটক নৌযান, ক্রু এবং আরোহীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।


সম্পাদক : অপূর্ব আহমেদ