আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর ফলে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের মুম্বাই, রাইগাদ এবং রত্নগিরিতে রেড অ্যালার্ট জারি করেছে, যা আগামী ৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
শনিবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আরব সাগরের ওপর ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা বাড়ার পর এ সতর্কতা জারি করা হয়। আবহাওয়া বিভাগের সর্বশেষ আপডেট অনুযায়ী, শক্তির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়টি বর্তমানে গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৬ অক্টোবরের দিকে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে।
তবে এর আগে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালানোর ঝুঁকি রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এ কারণে আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।
অন্যদিকে, মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব এবং উত্তর কোনকানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যদিও ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড় দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে, তবুও প্রবল বাতাস ও বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেখানকার মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।