রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আবাহনীকে ১১ বছর পর হারালো ব্রাদার্স, মোহামেডানের হোঁচট

আবাহনীকে ১১ বছর পর হারালো ব্রাদার্স, মোহামেডানের হোঁচট

ফিফা উইন্ডো শেষে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিপিএল)। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হোঁচট খেয়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। ১১ বছর পর ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী। আর পুলিশ এফসি কাছে পয়েন্ট হারিয়েছে মোহামেডান।

রোববার (১৯ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। আর গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে  ১-১ গোলে ড্র করেছে সাদা কালোরা। 

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। মার্কোস রুদওয়ের সিলভার কাটব্যাক থেকে আবাহনী গোলকিপার মিতুল মারমাকে সহজেই পরাস্ত করেন তিনি। 

এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। বক্সের ভেতর অঞ্জনকে ফাউল করে বসেন ডিফেন্ডার হাসান মুরাদ। পেনাল্টি থেকে গোপিবাগের দলটিকে ফের উচ্ছ্বাসে ভাসান মার্কোস। 


ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা আবাহনী ব্যবধান কমায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। জাফর ইকবালের বাঁ প্রান্তের মাপা ক্রসে হেডে গোল করেন সুলেমানে দিয়াবাতে। আবাহনী জার্সিতে এটি তার প্রথম গোল। তবে ৫ খেলোয়াড় পরিবর্তন করেও হার এড়াতে পারেনি আকাশী নীল জার্সিধারিরা।


এর আগে প্রথম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। অথচ আকাশি-নীলদের ওপর দুই অর্ধেই দাপট দেখিয়েছে কমলা জার্সিধারীরা। ১১ বছর পর লিগে আবাহনীকে হারানোর স্বাদ দিয়েছে জামাল ভূঁইয়ারা। 


এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় মোহামেডান। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন।


 

বিরতির পরই ম্যাচে ফিরে আসে পুলিশ। ৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। এরপর আর কেউ ব্যবধান বাড়াতে পারেনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।


২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান ৪ পয়েন্ট পুলিশেরও। ১ পয়েন্ট নিয়ে টেবিলের আট ও নয়ে আছে আবাহনী ও মোহামেডান।


সম্পাদক : অপূর্ব আহমেদ