বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

যমুনা টেলিভিশন নিউজরুমে দক্ষ ও যোগ্য কর্মী খুঁজছে

যমুনা টেলিভিশন নিউজরুমে দক্ষ ও যোগ্য কর্মী খুঁজছে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি যমুনা টেলিভিশন। ‘নিউজরুম এডিটর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ অক্টোবর। 


পদবী: নিউজরুম এডিটর 


দায়িত্ব: সারাদেশের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ ও যাচাই করে সংক্ষিপ্ত স্ক্রিপ্ট তৈরি করা

অন-এয়ার সম্প্রচারের জন্য সংবাদ বাছাই, সম্পাদনা ও হালনাগাদ কনটেন্ট প্রস্তুত করা


দক্ষতা ও যোগ্যতা:


• সংবাদ স্ক্রিপ্ট লেখা ও সম্পাদনায় দক্ষতা

• নির্ভুল বানান ও ভাষা প্রয়োগে পারদর্শিতা

• তীক্ষ্ণ নিউজ সেন্স ও সময়জ্ঞান

• শুদ্ধ উচ্চারণ ও স্পষ্ট উপস্থাপনা দক্ষতা

• ন্যূনতম স্নাতক ডিগ্রি (সাংবাদিকতা বিভাগে অগ্রাধিকার)


কর্মপরিধি: পূর্ণকালীন

রোটেশনাল শিফট ভিত্তিক কাজ


বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই ঠিকানায় career@jamunatv.net সিভি পাঠান 

সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে


আবেদনের সময়সীমা: ২২ অক্টোবর, ২০২৫ (শর্টলিস্টেড প্রার্থীদের পরবর্তী ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে) 

সম্পাদক : অপূর্ব আহমেদ