ক্যারিবীয় দেশ জ্যামাইকায় আঘাত হানতে চলেছে ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। ঘূর্ণিঝড়টি কয়েক ঘণ্টার মধ্যে উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে এবং বর্তমানে এটি স্থলভাগ থেকে মাত্র ৪০ মাইলেরও কম (৬৪ কিলোমিটার) দূরত্বে অবস্থান করছে। এর প্রভাবে ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আল জাজিরার এক প্রতিবেদনে জুম আর্থের স্যাটেলাইট মানচিত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে। উপকূলের যত কাছে আসছে, এর ধেয়ে আসার গতিও তত বাড়ছে। জুম আর্থের স্যাটেলাইট মানচিত্র অনুসারে, অল্প সময়ের মধ্যেই এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি জ্যামাইকার মূল ভূখণ্ডে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















