রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপ: নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব

নারী ওয়ানডে বিশ্বকাপ: নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল হতে যাচ্ছে এক ঐতিহাসিক আসর। ১৯৭৮ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম ফাইনালে জায়গা পায়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড।

রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

এবারের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বিদায় দিয়েছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ভারত ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে হারিয়েছে অস্ট্রেলিয়াকে, আর ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া এতদিন নারী ক্রিকেটে ছিল আধিপত্যশীল—১২ আসরে ৭ বার জিতেছে শিরোপা। ইংল্যান্ড জিতেছে ৪ বার, আর নিউজিল্যান্ড একবার (২০০০ সালে)। তবে এবার ভাগ্য ফিরেছে নতুনদের দিকে।

ফাইনালে ভারত চাইছে তাদের প্রথম নারী বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও চাইছে ইতিহাস রচনা করতে।

বিশ্লেষকরা বলছেন, এই ফাইনাল বিশ্ব নারী ক্রিকেটের জন্য নতুন যুগের সূচনা হতে পারে।

সম্পাদক : অপূর্ব আহমেদ