বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট রুখতে পারবে না: পাটওয়ারী

১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট রুখতে পারবে না: পাটওয়ারী

বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নিলে জনগণ তাদেরও জবাব দেবে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘জিয়া-খালেদা জিয়া মানুষের পালস বুঝেছিলেন বলেই বিএনপি বড় দল হয়েছে। এখনকার নেতারা জনগণের এই পালস না বুঝলে হারিয়ে যাবে। জনতার জন্য ফিরে আসুন।’

পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পাঁচ দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না।’

আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট বলে মন্তব্য করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কথা বললেই উপদেষ্টারা নাখোশ হন। জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়েছে সরকার। একা একা চলাফেরা শুরু করেছে তারা। দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই হামলা করা হচ্ছে। কথা বললেই উপদেষ্টারা নাখোশ হন-নাখোশ হয়ে লাভ নেই, জনগণের দাবি বুঝিয়ে দিতে হবে।’

আগুন সন্ত্রাসে আহতদের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতাদের ওপর সব ধরনের শাস্তি প্রয়োগ করেছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম। সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে। জনগণ বোঝে না এমন প্রচার চালানো হচ্ছে। তাদের কাছে আবেদন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক হোন। বড় একটি প্রজন্ম সংস্কার চায়।’

সম্পাদক : অপূর্ব আহমেদ