বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম

অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কি না, জানালেন ফয়েজ তৈয়্যব

অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কি না, জানালেন ফয়েজ তৈয়্যব

অবৈধ মোবাইল ফোন আমদানি রোধে বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেম চালুর ঘোষণার পর দেশে ব্যবহৃত হ্যান্ডসেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি নিশ্চিত করেছেন, বর্তমানে দেশে ব্যবহৃত কারো কোনো মোবাইল সেট বন্ধ হবে না। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চাই—বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন—সেটি বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক—কোনোটিই বন্ধ হবে না। আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল।

তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে অবৈধ আমদানিকারকদের মাধ্যমে দেশে চোরাপথে আনা নতুন হ্যান্ডসেটগুলোই কেবল বাংলাদেশে নেটওয়ার্কে কাজ করবে না। এর বাইরে সাধারণ ব্যবহারকারীর কোনো ফোন বন্ধ হবে না।

বিশেষ সহকারী অভিযোগ করেন, বিটিআরসি কর্তৃক এনইআইআর চালুর ঘোষণার পর থেকেই অবৈধ আমদানিকারক ও চোরাচালান সিন্ডিকেট এই উদ্যোগ বন্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। তারা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও জানান, এনইআইআর চালুর মূল উদ্দেশ্য হলো অবৈধ মোবাইল ফোন আমদানি, চোরাচালান, চুরি, জালিয়াতি এবং শুল্ক ফাঁকি রোধ করা।

ফেসবুক পোস্টের শেষে তিনি জানান, সরকার এনবিআরকে মোবাইল আমদানি শুল্ক ও স্থানীয় উৎপাদনের কর কাঠামো যৌক্তিকভাবে পুনর্বিবেচনার অনুরোধ করেছে, যাতে সাধারণ ভোক্তাদের জন্য হ্যান্ডসেটের দাম আরও কমে আসে।


সম্পাদক : অপূর্ব আহমেদ