জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিকশাচালক সুজন এবার রাজনীতির মাঠে নামছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়বেন তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুজন।
তিনি বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।
সুজন আরও বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
এ ছাড়া স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















