ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এদিন হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। তবে শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে মরক্কোকে ২–১ গোলে হারিয়েছে সেলেসাওরা। এ ম্যাচে ব্রাজিলের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল।
এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো।
জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণে আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।
অন্যদিকে এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম





















