শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দিনাজপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪জনের প্রাণহানী

দিনাজপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪জনের প্রাণহানী

দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত মোট ৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সম্মুখ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন—

মর্জিনা বেগম (৫০), নানি, স্ত্রী: ইয়াকুব আলী, বাড়ি: খানপুর, দিনাজপুর সদর।

সারজিনা বেগম (৪০), স্ত্রী: আব্দুস সালাম, একই গ্রামের বাসিন্দা।

সাদিয়া বেগম (১৫), সারজিনার মেয়ে।

অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত মকবুল ইসলাম জানান, স্ত্রী, মা, সন্তানেরা ও নাতি–নাতনিদের নিয়ে মোট নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইল গম গবেষণা কেন্দ্রের সামনে নাসির পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাতি বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এবং অবস্থাও গুরুতর।


দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।


দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ