বাউলশিল্পী আবুল সরকারকে ধর্ম অবমানননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছেন ২৫৮ নাগরিক। রোববার (২৩ নভেম্বর) অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে ধর্ম-অবমাননার কথিত অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলা, মব সন্ত্রাস, ভাঙচুর ও গ্রেপ্তারের তীব্র সমালোচনা করা হয়।
এতে অভিযোগ করা হয়, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। একটি বিশেষ গোষ্ঠী যেন ইসলাম ধর্মের ‘সোল-এজেন্ট’ হিসেবে আবির্ভূত হয়ে দেশব্যাপী শুদ্ধি-অভিযানে নেমেছে। দুই শতাধিক মাজার ভাঙা, অসংখ্য ব্যক্তিকে মুরতাদ-কাফের-শাতিম ঘোষণা, কবর থেকে তুলে লাশ পোড়ানো, রাস্তার জটাধারী বাউল-ফকিরদের ধরে ধরে চুল কেটে দেয়া, নারীদের চলাচল ও পোশাক নিয়ে হেনস্তা করা, নাচগান-নাটকের অনুষ্ঠান এমনকি খেলাধুলা ও মেলার মতো আয়োজন পণ্ড করার মধ্য দিয়ে ভিন্নমত ও ভিন্ন-আচারের মানুষদের নির্মূল করাই যেন তাদের লক্ষ্য।
“এভাবে সমাজের সর্বত্র সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক জীবনযাপন, মতপ্রকাশ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি, পালাপার্বণ, আধ্যাত্মিক সাধনা ও বিনোদনকে বাধাগ্রস্ত করে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করতে তারা উন্মত্ত হয়ে উঠেছে।”
সম্প্রতি বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনাকে এই পরিস্থিতির সবশেষ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে বিবৃতিতে।
তারা বলছেন, “এমন পরিস্থিতি নতুন বন্দোবস্তের প্রতি গণতন্ত্রমনা মানুষদের যেমন বীতশ্রদ্ধ করে তুলছে, তেমনি পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের পথ সুগম করছে। উপরন্তু এই পরিস্থিতি বাংলাদেশকে একটি সম্ভাব্য ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপনের সুযোগও এনে দিচ্ছে ষড়যন্ত্রকারীদের, যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য ভয়ানক উদ্বেগজনক।”
বিবৃতি দেওয়া নাগরিকরা হলেন
অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আব্দুস সেলিম, অধ্যাপক মাসুদ মাহমুদ, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, অধ্যাপক আজফার হোসেন, অধ্যাপক ফিরদৌস আজিম, চিত্রশিল্পী মুস্তফা জামান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক মজিবুর রহমান, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, লেখক ও অধ্যাপক আ-আল মামুন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী মীরু খান, সুফি কাজী জাবের আহমেদ আল জাহাঙ্গীর, লেখক ও অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সিরাজ সালেকিন, অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক সৌভিক রেজা, লেখক ও অধ্যাপক সাবিহা হক, কবি ও অধ্যাপক রায়হান শরীফ, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, অধ্যাপক বখতিয়ার আহমেদ, শিক্ষক ও অনুবাদক জিএইচ হাবীব, অনুবাদক পারভীন ইলিয়াস, লেখক ও অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, লেখক ও শিক্ষক ফাহমিদুল হক, শিক্ষক ও নাট্যকার সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক মোশাহিদা সুলতানা, কবি ও অধ্যাপক সুমন সাজ্জাদ, শিক্ষক ও গবেষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, গবেষক ও অধ্যাপক রাহমান চৌধুরী, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, কবি ও প্রাবন্ধিক মঈন চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক কাজল শাহনেওয়াজ, কবি সুব্রত অগাস্টিন গোমেজ, কবি সৈয়দ তারিক, কবি শামসেত তাবরেজী, কবি ফেরদৌস নাহার, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম।
লেখক রাখাল রাহা, লেখক ও অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী, কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কবি রহমান হেনরী, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি বদরে মুনীর, কবি কুমার চক্রবর্তী, কথাসাহিত্যিক পাপড়ি রহমান, কবি চঞ্চল আশরাফ, কবি মজনু শাহ, কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব, কবি শাহেদ কায়েস, লেখক-সাংবাদিক রাজীব নূর, কবি মোস্তাক আহমদ, লেখক ও শিক্ষক সৈয়দ নিজার, কবি ও অধ্যাপক অবনি অনার্য, কথাসাহিত্যিক জিয়া হাশান, গবেষক চারু হক, লেখক ও গবেষক পাভেল পার্থ, শিল্পী ও সংগঠক অমল আকাশ, কবি শওকত হোসেন, কবি আহমেদ বাদল, শিক্ষক ও কথাসাহিত্যিক কামরুন নাহার শীলা, চিত্রকর নাসিমা মাসুদ।
চলচ্চিত্রকার নূরুল আলম আতিক, চলচ্চিত্র পরিচালক ও প্রশিক্ষক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার খিজির হায়াত খান, চলচ্চিত্রকার মেজবাউর রহমান সুমন, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, স্থপতি ও চলচ্চিত্র প্রযোজক সারা আফরীন, সংগীত শিল্পী সানী জুবায়ের, সংগীত শিল্পী জিয়াউর রহমান, লেখক ও সাংবাদিক মুক্তাদির রশীদ, অভিনেতা ও নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম, সংগীত শিল্পী অরূপ রাহী, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, কবি ও চলচ্চিত্রকার মিনহাজুর রহমান আকাশ, সাংবাদিক রাফিয়া তামান্না, অভিনয়শিল্পী জিন্নাত আরা, কবি ওয়াসিফা জাফির অদ্রি, শিক্ষক মুনমুন নেসা, শিক্ষক সায়মা আলম, কবি ও সাহিত্যিক সৈকত দে, পরিবেশ আন্দোলনকারী রিতু পারভি, চলচ্চিত্রকার মোহাম্মদ জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র-সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, কবি ও গীতিকার সোমেশ্বর অলি, লেখক ও সংগঠক নাহিদ হাসান, মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, কবি মুক্তি মণ্ডল, কবি ও সাংবাদিক ফিরোজ এহতেশাম, অনুবাদক অস্ট্রিক আর্যু, কবি ও অনুবাদক রথো রাফি, কথাসাহিত্যিক জেসমিন মুননী, লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ, কবি লায়লা ফারজানা, কবি ও প্রাবন্ধিক অমৃতা ইশরাত, কবি রনক জামান, সাংবাদিক সেলিম খান, কথাসাহিত্যিক ও গবেষক নূরুননবী শান্ত, কবি ও কথাসাহিত্যিক আলী সিদ্দিকী, কবি সাইয়েদ জামিল, কবি আদনান আলী।
সংগীত শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈম, কবি ও মনোচিকিৎসক সাজ্জাদ সাঈফ, অনুবাদক নাদিরা ভাবনা, চলচ্চিত্রকার খন্দকার সুমন, লেখক ও সাংবাদিক অলাত এহসান, লেখক আরিফ রহমান, কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, চলচ্চিত্রকার জায়েদ সিদ্দীকি, চলচ্চিত্রকার শ্যামল শিশির, অভিনয়শিল্পী সাহানা রহমান সুমি, অভিনয়শিল্পী নাঈমা তাসনিম, লেখক ও অনুবাদক গৌরাঙ্গ হালদার, লেখক ও প্রকাশক আহমেদুর চৌধুরী, লেখক ও শিক্ষক তাইয়্যেবুন মিমি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আবু সাঈদ আহমেদ, লেখক ও গবেষক সায়রাত সালেকিন, সাংবাদিক খাইরুল বাশার শামীম, কবি এহসান হাবীব, ছাত্রনেতা শোয়াইব আহম্মেদ আসিফ, চিত্রশিল্পী অনিন্দ্য নাহার হাবীব, কবি রুহুল মাহফুজ জয়, কবি রাসেল রায়হান, কবি মাসিয়াত জাহিন, কবি ওয়াহিদ রোকন, কবি অনুরুদ্ধ গোস্বামী, সংগীত শিল্পী খৈয়াম সানু সন্ধি, চলচ্চিত্রকার প্রসূন রহমান, কথাসাহিত্যিক রাশিদা সুলতানা, সংস্কৃতিকর্মী হুমায়ূন আজম রেওয়াজ, কবি আহমেদ মওদুদ, কবি রণজিৎ দাশ, কবি আলমগীর নিষাদ, কবি ও লেখক জাহিদ জগৎ, কবি ও রাজনীতিক রাশেদ শাহরিয়ার, প্রকাশক রহিম রানা, কবি নাদিম মাহমুদ , কবি ও মিডিয়াকর্মী আহমেদ বাদল, প্রকাশক মাহাবুব রাহমান, লেখক ও অ্যাক্টিভিস্ট আবুল কালাম আল আজাদ, শিক্ষক আর রাজী, লেখক ও গবেষক সহুল আহমদ, কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র, লেখক সামিও শীশ, চিত্রশিল্পী মাহমুদুর রহমান দীপন, লেখক-সাংবাদিক আলীম আজিজ, গবেষক, অনুবাদক সৌমিক ইসলাম ধ্রুব, কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, কবি ও সাংবাদিক আহমেদ মুনির, কবি ও কথাসাহিত্যিক মোখলেস মুকুল, কবি ত্রিস্তান আনন্দ, কবি দেবাশীষ তেওয়ারী, আবৃত্তিশিল্পী অপু ইব্রাহীম, লেখক-সাংবাদিক সাবিদিন ইব্রাহিম, কবি নিজাম বিশ্বাস, কথাসাহিত্যিক কাজী রাফি, কবি বায়েজিদ বোস্তামী, কবি ইমরান আল হাদী, কবি কাজী দীন মুহম্মদ, চলচ্চিত্রকার তানহা জাফরিন, কবি মিছিল খন্দকার, কবি নুসরাত নুসিন, শিল্পী কাজী আহমাদ শাফিন, অনুবাদক জয়ন্ত বিশ্বাস, লেখক ও অনুবাদক অজিত দাশ, কবি ও সংগীতশিল্পী ইয়াসির আরাফাত, নাট্যসংগঠক তৌফিকুল ইমন, কবি জাবেদ হোসাইন জিদান, কবি উপল বড়ুয়া, চলচ্চিত্রকার রশীদ আল হারুন, রাজনীতিবিদ দিপক কুমার রায়, কবি নাদিয়া জান্নাত, কথাসাহিত্যিক ফজলুল কবিরী, লেখক-অনুবাদক ইরফানুর রহমান রাফিন, কবি অনুভব আহমেদ, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, ঢাবির শামসুন নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, কবি মারজানা বাঁধন, কবি পলাশ করিম, কবি মিলন মাহমুদ, লেখক আফজালুল বাসার, তথ্য-প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা ফখরুজ জামান, কবি নজরুল হায়াৎ, কথাসাহিত্যিক পলি শাহীনা, কবি ও অনুবাদক শাফিনূর শাফিন, শিল্প-ইতিহাসবিদ ও পরিবেশ আন্দোলন সংগঠক আমিরুল রাজিব, অর্থনীতিবিদ ও শিল্পসংগঠক নাঈম উল হাসান, কবি ইরাজ আহমেদ, চলচ্চিত্রকার রাজীব রাফি, কথাসাহিত্যিক ও সংগতি শিল্পী বর্ণালী সাহা, কথাসাহিত্যিক পিওনা আফরোজ, কবি লালন নূর, লেখক ও শিক্ষক ইসমাইল সাদী, লেখক আব্দুল আজিজ, লেখালেখির উঠান সম্পাদক মাজহার জীবন, কবি মোসাব্বির আহে আলী, সহকারী অধ্যাপক অনন্যা জুলফিকার শাওলী, সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার, লেখক ও শিক্ষক নাহিদা নাহিদ, লেখক ও শিক্ষক শিবলী নোমান, কবি সাদাত সায়েম, চিত্রশিল্পী সৈয়দ মামুন রশিদ, সাংবাদিক রাজু আহমেদ, লেখক আহমদ ফারুক, শিক্ষক, গবেষক ও অধিকারকর্মী আহমেদ আবিদ, ছাত্রনেতা মোজাম্মেল হক, সাংবাদিক মাসুদ রানা, কবি মনির ইউসুফ, কবি ও শিল্পী সারাজাত সৌম, কবি সালেহীন শিপ্রা, চলচ্চিত্রকর্মী রুমকী রুসা, কবি সোহেইল মুশফিক, লেখক তুহিন চৌধুরী, কথাসাহিত্যিক কাজী লাবণ্য, কবি মিসবাহ জামিল, ছাত্রনেতা নূজিয়া হাসিন রাশা।
ছাত্রনেতা মশিউর রহমান খান রিচার্ড, সাংবাদিক রাহাত আহমেদ, কথাসাহিত্যিক মোয়াজ্জেম আজিম, কথাসাহিত্যিক ও নাট্যকার গোলাম শফিক, লেখক ও রাজনৈতিক কর্মী বাকী বিল্লাহ, পোস্টকার্ড সম্পাদক তন্ময় সান্যাল, সাংবাদিক জহির রায়হান জুয়েল, কবি মাহাথির মুহাম্মদ, অ্যাক্টিভিস্ট আব্দুল করিম কিম, সংস্কৃতিকর্মী সীমা আক্তার, কবি ও কথাকার হাসনাত শোয়েব, রাজনীতিক মানবেন্দ্র দেব, কবি সোয়েব মাহমুদ, লেখক তানভীর সিরাজ অন্তু, আলামিন সরকার পিপাসী, শাহ আলম দেওয়ান, বাউল অন্তর সরকার, বাউল আনিস মুন্সি, বাউল শিলা মল্লিক, আবুল হাসেম, বাউল ফতেহ কামাল, বাউল রবিউল ইসলাম, হেলাল উদ্দীন, জাকির চিশতি, জিল্লুর সরকার, সাইদ হাফিজ, বাউল রুকন উদ্দীন, বাউল ফারুক হোসেন, বাউল আশফাক টিটো, বাউল আবু নঈম, ফকির আবুল হাসেম, মিনা পাগলী, সাংবাদিক ও গবেষক সায়দিয়া গুলরুখ, লেখক ও সাংবাদিক ধ্রুব সাদিক।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















