সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকায় প্রাইভেটকারে আগুন

ঢাকায় প্রাইভেটকারে আগুন

রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেটকারে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

এর আগে, রোববার (২৩ নভেম্বর) রাত রাত ১১টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ১নং গেটের উল্টো দিকে মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে। 


সম্পাদক : অপূর্ব আহমেদ