শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বন্ধুকে খুনের পর কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

বন্ধুকে খুনের পর কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

য়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন এক তরুণ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে খুনের এ ঘটনা ঘটে।

নিহত যুবক মুনতাসীর ফাহিম (২২) ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। চার মাস আগে দেশে আসেন বলে জানান তার নানি।

আর থানায় আত্মসমর্পণকারী তার বন্ধু অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ত্রিশাল থানার ওসি গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন।


তিনি বলেন, ‘ব্যক্তিগত বিরোধ’ থেকে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


তবে সেই বিরোধ কী তা এখনও স্পষ্ট হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখার কথাও বলেছেন ওসি।


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।


ঘটনার বর্ণনা থেকে জানা যায়, এক পর্যায়ে রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসে। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধুকে হত্যা করেছে। এরপর তাকে শান্ত করে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।


ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, তার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতেন। মালেশিয়াতে অর্নাসে পড়াশোনা করতেন। চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল।


তার অভিযোগ, ফাহিম সবসময় বাসায় থাকতেন। অনিক তাকে ডেকে নিয়ে যেতেন। সেই পরিকল্পনা করে তাকে হত্যা করেছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ