ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয়েছেন ‘চ্যানেল ওয়ান’ এর সংবাদকর্মী রিফাত রিসান।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। রিফাত রিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি জানান, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সংবাদ সংগ্রহের জন্য। সেখানে জরুরি বিভাগের সামনে কয়েকজন তাকে ভিডিও করতে বাধা দেন। কেন বাধা দিচ্ছেন জানতে চাইলে তারা তার ওপর হামলা চালায়। পরে পাশেই থাকা আরেক গণমাধ্যমকর্মীর সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম

















