সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জাহানারা ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি

জাহানারা ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি

জাতীয় নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটির রিপোর্ট পেতে আরও সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত কমিটির রিপোর্ট আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারি বিসিবির হাতে পৌঁছাবে।


গত ৮ নভেম্বর জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। প্রথমে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। পরে জাহানারার অনুরোধে অভিযোগ জমা দেওয়ার সময় বাড়ানো হয় এবং বিসিবি জানায়, ২০ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে।


তবে রোববার (২১ ডিসেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারার লিখিত অভিযোগ ইতোমধ্যে তদন্ত কমিটির হাতে পৌঁছেছে। অভিযোগের বিষয়টি সুষ্ঠু ও বিস্তারিতভাবে যাচাই করতে কমিটি আরও সময় চেয়েছে বলে জানানো হয়েছে।


বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি ইতোমধ্যে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তাদের বক্তব্য সংগ্রহ করেছে। তবে আরও কয়েকজনের বক্তব্য নেওয়া প্রয়োজন হওয়ায় পূর্ণাঙ্গ তদন্ত শেষ করতে অতিরিক্ত সময় দরকার।


কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ২০২৬ সালের ৩১ জানুয়ারিকে চূড়ান্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ