উত্তর-পূর্ব ভারতের আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা থেকে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E)।
আর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E)।
ওই দুই জায়গার দূরত্ব ১০ কিলোমিটারের কম। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ৩৫ কিলোমিটার গভীরে।
ঢাকায় অনেকেই ভোরে কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম



















