রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম

চ্যাম্পিয়নদের বিদায় করে মিসরকে সেমিফাইনালে নিলেন সালাহ

চ্যাম্পিয়নদের বিদায় করে মিসরকে সেমিফাইনালে নিলেন সালাহ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচ শেষে এই জয়কে ‘পারফেক্ট জয়’ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সালাহ। তিনি সতীর্থদের প্রশংসাও করেছেন।


শনিবার ৩-২ গোলের জয়ে মিসরের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়। একই সঙ্গে আফকনে নতুন রেকর্ড গড়েন লিভারপুল তারকা। তিনি এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করলেন।


ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল পারফেক্ট জয়। তবে আমি আগেও বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও এগোতে পারব। প্রতিপক্ষ কঠিন। তবু আমরা আমাদের সেরাটা দেব। আমরা খুব কঠোর লড়াই করছি। খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যায়। কেউ কিছু ধরে রাখছে না। আমরা সামনে এগিয়ে যাচ্ছি।’


এই গোলের মাধ্যমে আফকনে কোচ হাসান হাসানের গোলসংখ্যার সঙ্গে সমতায় পৌঁছান সালাহ। দুজনেরই গোল ১১টি। টুর্নামেন্টে মিসরের সর্বোচ্চ গোলদাতা হতে সালাহর দরকার আর একটি গোল। তখন তিনি হাসান এল-শাজলির পাশে বসবেন।


বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। এর আগে ২০২১ সালের আফকন ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

সম্পাদক : অপূর্ব আহমেদ