সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে নিয়ে এখনও চলছে আলোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর গত বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে; তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
কিন্তু অতীতে, রাফসানের সঙ্গে জেফারের প্রেম চলছে- এমন গুঞ্জন উঠেছে বহুবার। অনেকেই ধারণা করেছেন, রাফসান সাবাবের সঙ্গেই প্রেম করছেন জেফার। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও জেফার স্পষ্ট কোনো বক্তব্য দেননি কখনো। এমন সময়ে জেফারের একটি সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কে তার ভালো বন্ধু- রাফসান সাবাব নাকি সালমান মুক্তাদির।
সাক্ষাৎকারের সেই ভিডিওটিতে দেখা যায়, উপস্থাপকের প্রশ্নের জবাবে জেফার রাফসান ও সালমান- দুজনকেই ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। উপস্থাপক নির্দিষ্ট করে একজনের নাম বলতে বললে রসিকতা করে জেফার বলেন, ‘তাহলে কেউই না।’
এরপর জেফার জানান, দুজনই তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আলাদা করে কাউকে বেছে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
জেফারকে বলতে শোনা যায়, তিনি নিজেকে চেনেন বলেই এসব বিষয় তাকে খুব একটা বিচলিত করে না।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























