বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ শুরু হতে আরও কয়েক মাস বাকি থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা কর্তৃক বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতে দেশের ভক্তরা নিজেদের প্রিয় দলগুলোকে সরাসরি মাঠে গিয়ে দেখতে পারবে।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই এক আলাদা উন্মাদনা। যদিও বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে পারেনি, তবুও দেশের ফুটবলপ্রেমীদের উৎসাহ কম নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ বিভিন্ন শক্তিশালী দলকে সমর্থন জানাতে দেশে এখন থেকেই বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া টিকিট আবেদনের সুযোগ চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা দৈনিক বিকেল ৪টা পর্যন্ত মতিঝিলের বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি, ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকের জমার রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুইটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
বাফুফে মোট ৩৩০টি টিকিট পেয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের জন্য ১৬২টি, নকআউট পর্বের জন্য ৪৬টি, সেরা ষোলোর ৪৪টি, কোয়ার্টার ফাইনালের ৪৮টি, সেমিফাইনালের ২০টি এবং ফাইনালের জন্য মাত্র ১০টি টিকিট বরাদ্দ।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ডলার প্রতি ১২৫ টাকা বিনিময় হার ধরে এবং ৫ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত করে। গ্রুপ পর্বের ক্যাটাগরি-১ টিকিটের দাম ৭৮,৭৫০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা পর্যন্ত, ক্যাটাগরি-২ টিকিট ৫৬,৫০০ থেকে ৯৮,৫০০ টাকা এবং ক্যাটাগরি-৩ টিকিট ২৮,৮৭৫ থেকে ৪৪,৬২৫ টাকায় পাওয়া যাবে।
সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট তুলনামূলকভাবে অত্যন্ত মূল্যবান; সেমিফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম সর্বনিম্ন ৩ লাখ ৯৯ হাজার টাকা থেকে ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, আর ফাইনালের ক্যাটাগরি-১ টিকিট ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। বিশ্বকাপের মাঠে বসে দেশের বাইরে এই মহাযজ্ঞ উপভোগ করার জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে এখন থেকে শুরু হয়েছে উৎসাহের ঢেউ।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম























