শনিবার, ১২ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জেলার কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জেলার কমিটি স্থগিত

জুলাই আন্দোলনকে ঘিরে সারাদেশে কমিটি দেওয়ার পর পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ৬ জেলার কমিটি স্থগিত করেছে। তবে দাবি করা হচ্ছে এসব কমিটির মেয়াদোত্তীর্ণের বিষয়টি।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এসব জেলার মধ্যে রয়েছে যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর জেলা এবং বরিশাল মহানগর শাখা।

এসব শাখার আহ্বায়ক কমিটিসমূহ স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটিসমূহের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।


সম্পাদক : অপূর্ব আহমেদ