শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জগন্নাথ হলের ভিপি ছাত্রদলের পল্লব, জিএস সুদীপ্ত

জগন্নাথ হলের ভিপি ছাত্রদলের পল্লব, জিএস সুদীপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী পল্লব চন্দ্র বর্মণ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তিনি এই পদে জয়ী হন।

জগন্নাথ হলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে রোবটিক্সের শিক্ষার্থী সুদীপ্ত প্রমাণিক এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞানের দ্বীপজয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

সম্পাদক পদগুলোতে সাহিত্য সম্পাদক হয়েছেন কথক বিশ্বাস জয়, সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে দীপ্ত, পাঠকক্ষ সম্পাদক চিন্ময় কুমার রায় শুভ এবং সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাম প্রসাদ সাহা। এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ দত্ত এবং বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় রাজবংশী নির্বাচিত হয়েছেন।

চারটি সদস্য পদে নির্বাচিতরা হলেন নয়ন কুমার দাশ, লিখন রায়, ধ্রুব রায় এবং নিলয় কুমার গুপ্ত।


সম্পাদক : অপূর্ব আহমেদ