সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি

এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি

নুরাল পাগলের দরবার ও বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ওসির পর এবার গোয়াল‌ন্দ উপ‌জেলা নির্বাহী অফিসার মো. না‌হিদুর রহমান‌কে বদলি করা হ‌য়ে‌ছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।

এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, এটি আমাদের নিয়মিত বদলির অংশ। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

এর আগে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শকের (ক্রাইম) দায়িত্ব দেওয়া হয়। একই সাথে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়।


সম্পাদক : অপূর্ব আহমেদ