শনিবার, ১০ মে, ২০২৫

ফের মা হচ্ছেন সোনম কাপুর!

ফের মা হচ্ছেন সোনম কাপুর!

বলিউড অভিনেত্রী সোনম কাপুর অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। ক্যারিয়ার যখন সফলতার তুঙ্গে তখন ব্যবসায়ী আনন্দ আহুজুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। ২০১৮ সালে চারহাত এক হয়। সাত বছরের দাম্পত্য জীবন তাদের। এবার দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন এ দম্পতি! ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

২০২২ সালের সোনম-আনন্দের জীবনে আসে বায়ু। আপাতত ছোট বায়ুকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। প্রমাণ মিলেছে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছেলেকে সময় দিতেই শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিকটা দূরে তিনি

সম্প্রতি সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে চিকিৎসকের কাছে যান অভিনেত্রী। পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে ঢোলাঢালা সাদা ক্যাজুয়াল পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।  ভিডিওর মন্তব্যের ঘরে অনুসারীদের কেউ কেউ প্রশ্ন করেছেন আবারও বাবা-মা হতে চলেছেন সোনম ও আনন্দ। 

সোনম ও আনন্দকে চিকিৎসকের কাছে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। যদিও ওই ভিডিওতে ডাক্তারের কাছে আসার বিষয় দুইজনেই কিছুই বলেননি। তবে ভিডিওতে দেখা গেছে বেশ হাসিখুশি সোনম-আনন্দ। আর তাতেই দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত অভিনেত্রীর অনুরাগীরা।

সম্পাদক : অপূর্ব আহমেদ