বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাবেক বিএসইসি চেয়ারম্যানের ১০ তলা ভবন জব্দ

সাবেক বিএসইসি চেয়ারম্যানের ১০ তলা ভবন জব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক বিএসইসি চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল ইসলামের সাভারে অবস্থিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনে এ রায় দেন।

মামলার মূল অভিযোগ:

৩.৬১ লাখ ডলার অবৈধভাবে আমদানি

২.২৬ লাখ ডলার ঘুষ গ্রহণ

ভুয়া বাড়ি ভাড়া চুক্তি দেখিয়ে অর্থ পাচার

অস্বাভাবিক আয়ে ১৫ কাঠা জমিতে ভবন নির্মাণ

দুদকের সহকারী পরিচালক তানজিল আহমেদ জানান, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন আইনে শিবলীর বিরুদ্ধে মামলা চলছে।


প্রেক্ষাপট:

শিবলী রুবাইয়াত ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক থাকাকালে ২০১১-১২ সালে বিএসইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।


পরবর্তী আইনি পদক্ষেপ:

জব্দকৃত ভবন সরকারি কোষাগারে ন্যস্ত হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ