রবিবার, ১৩ জুলাই, ২০২৫

এক মাসে যত টাকা পেল এনসিপি

এক মাসে যত টাকা পেল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ এক মাসের বেশি সময় পার করেছে। এই সময়ে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত এনসিপির তহবিল সংগ্রহের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ৫ জুন ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ কার্যক্রম শুরু করে দলটি। এখন পর্যন্ত ৫ হাজার ৪৯৬ জন দলটির তহবিলে ১৫ লাখ ৯৯ হাজার টাকা অনুদান দিয়েছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২৫ জন দাতা ৮০ হাজার ৬৮ টাকা অনুদান দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এরপর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।


সম্পাদক : অপূর্ব আহমেদ