মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত ও আগুনে দগ্ধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।এর মাঝেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন‌ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। 

সোমবার (২১ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে পরিদর্শনের বেশকয়েকটি ছবি শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেল। 

এ সময় রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ। 

প্রসঙ্গত, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। 

বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। যেখানে ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।


সম্পাদক : অপূর্ব আহমেদ