রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সংবাদের মাধ্যমে ইসলাম ফোবিয়া মোকাবিলা করব: মাহমুদুর রহমান

সংবাদের মাধ্যমে ইসলাম ফোবিয়া মোকাবিলা করব: মাহমুদুর রহমান

বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ফোবিয়া আছে। সংবাদের মাধ্যমে এই ইসলাম ফোবিয়া মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, গাজাতে ১৪ মাস ধরে যে গণহত্যা চলছে, সেই গণহত্যার কাহিনি আমাদের দেশের পত্রিকায় নেই বললেই চলে। আমরা সেই কাহিনি তুলে ধরব।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সবসময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবো। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।

এ সময় প্রত্রিকাটির প্রকাশ নিয়েও কথা বলেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, ২২ তারিখ সকালে সবার হাতে হাতে আমার দেশ পত্রিকা পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন