শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

হজযাত্রীদের গুরুত্বপূর্ণ বিষয়ে সময়সীমা বেঁধে দিল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের গুরুত্বপূর্ণ বিষয়ে সময়সীমা বেঁধে দিল ধর্ম মন্ত্রণালয়

২০২৫ সালে হজ হজযাত্রীদের সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া হজ প্যাকেজের বাকি টাকা জমার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে দুটি ভিন্ন বিষয়ে পৃথক পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

এতে নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে হজ হজযাত্রীদের সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া হজ প্যাকেজের বাকি টাকা আগামী ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। এর মধ্যে সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে পাঠানো নতুন নির্দেশনার ওই চিঠিতে বলা হয়েছে, সৌদি সরকার ২০২৫ সালের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজির কোটা দুই হাজার জন নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন।

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয় করে সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ পাঠাবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকিটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।

অপর পত্রে ধর্ম মন্ত্রনালয় জানিয়েছে, ২০২৫ সালের হজে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এ পত্রে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন