রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

তোফায়েল আহমেদের ব্যাংক হিসাব তলব

তোফায়েল আহমেদের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।বুধবার (১৫ জানুয়ারি) ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।একই সঙ্গে তার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে তসলিমা আহমেদ জামান, ছেলে মঈনুল হোসেন, ছেলের স্ত্রী ইসরাত জাহান বিন্তীর ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।এ ছাড়া তোফায়েল আহমেদ ফাউন্ডেশন এবং ফাতেমা জামে মসজিদের লেনদেন বিবরণী চাওয়া হয়েছে। গতকাল বুধবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যাদি যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেনের বিবরণীসহ আনুষঙ্গিক তথ্য পাঠাতে হবে।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেক পেশাজীবীর ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়।উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে নৌকা প্রতীকে ভোট করেন তোফায়েল আহমেদ, যা ডামি নির্বাচন হিসেবে পরিচিত। এই ডামি নির্বাচনে জয়ী হন তিনি।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন