রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

তীব্র শীতে অজু করার ফজিলত

তীব্র শীতে অজু করার ফজিলত

পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু। এটি ছাড়া নামাজ হয় না। সবসময় অজু অবস্থায় থাকা সওয়াবের কাজ। অজুর অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে তীব্র শীতে অজু করার ফজিলত অনেক বেশি।কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন। (সুরা বাকারা: ২২২)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেন, যখন কোন মুসলমান বান্দা অজু করে এবং তার চেহারা ধুয়ে নেয়, তখন তার চেহারা থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার চোখ দিয়ে কৃত সব গুনাহ বের হয়ে যায় যা সে চোখ দিয়ে দেখেছে।যখন সে তার দুই হাত ধৌত করে, তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় যা তার দুই হাত দিয়ে ধরার কারণে সংঘটিত হয়েছে। সে যখন তার দুই পা ধৌত করে, তার পা দিয়ে কৃত গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় যে পাপের জন্যে তার দুই পা হেঁটেছে। এভাবে সে সব গুনাহ থেকে পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে যায়। (সহিহ মুসলিম: ২৪৪)

তীব্র শীতে বা কষ্টকর অবস্থায় ভালোভাবে অজু করার ফজিলত বর্ণনা করা হয়েছে আরেকটি হাদিসে। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) একদিন সমবেত সাহাবিদের উদ্দেশে বললেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলব যে আমল করলে আল্লাহ গোনাহসমূহ মাফ করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? সাহারা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’

তখন আল্লাহর রাসুল (সা.) বললেন, কষ্টকর অবস্থায় পরিপূর্ণরূপে অজু করা, দূরত্ব অতিক্রম করে মসজিদে যাওয়া, এক ওয়াক্তের নামাজ আদায় করে পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করা। (সহিহ মুসলিম: ৪৯৪)

এমনকি শীতের সময় নামাজ পড়ার ব্যাপারেও রয়েছে সুখবর। হজরত আবু বকর ইবনে আবু মুসা (রা.) তার বাবার সূত্রে বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই শীতের নামাজ (ফজর ও এশা) আদায় করবে; সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারি ৫৭৪)

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন