কষ্টে তুষ্ট
-আহসান হাবীব
একটা জীবন-
ব্যর্থ ভীষণ,
সবটুকুতেই কষ্ট।
একটা জীবন-
হতাশ যখন,
অনেকখানি নষ্ট।
একটা জীবন-
ভাঙছে স্বপন,
আপনমনে রুষ্ট।
একটা জীবন-
যখন যেমন,
থাকতে হবে তুষ্ট।
একটা জীবন-
ব্যর্থ ভীষণ,
সবটুকুতেই কষ্ট।
একটা জীবন-
হতাশ যখন,
অনেকখানি নষ্ট।
একটা জীবন-
ভাঙছে স্বপন,
আপনমনে রুষ্ট।
একটা জীবন-
যখন যেমন,
থাকতে হবে তুষ্ট।