বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
সংবাদ শিরোনাম

বিচারের আন্তর্জাতিক মান পূরণ না করলে বাংলাদেশকে জাতিসংঘ প্রমাণাদি দেবে না

বিচারের আন্তর্জাতিক মান পূরণ না করলে বাংলাদেশকে জাতিসংঘ প্রমাণাদি দেবে না

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুনগোভেন জানিয়েছেন, যদি বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করে, তাহলে জাতিসংঘ তাদের তদন্ত থেকে পাওয়া প্রমাণ বাংলাদেশের সঙ্গে ভাগ করবে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত ঘটনাবলীর বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

রোরি মুনগোভেন বলেন, প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি। কিন্তু আমরা প্রচুর তথ্য সংরক্ষণ করেছি। সর্বোচ্চ মান অনুযায়ী এসব সংরক্ষণ করা হচ্ছে যেন পরে ব্যবহার করা যায়।

মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা। আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায়।

তবে বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়ে জোর দেন তিনি।

মুনগোভেন বলেন, আমরা আশা করি বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে। কারণ এটি একটি প্রতিশোধের স্থায়ী চক্র তৈরি করে। মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা অপরাধীদের প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি বাধা।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন