শনিবার, ১ মার্চ, ২০২৫

নতুন দল এনসিপির সঙ্গে জোট গঠন প্রশ্নে যা জানালেন জামায়াত সেক্রেটারি

নতুন দল এনসিপির সঙ্গে জোট গঠন প্রশ্নে যা জানালেন জামায়াত সেক্রেটারি

বিশাল আয়োজনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পান বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।  

এদিন বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি হলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আসন্ন নির্বাচন নিয়ে নতুন দলের সঙ্গে জামায়াত ইসলামী আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কি না। 



জবাবে ইতিবাচক উত্তরই দিয়েছেন জামায়াত সেক্রেটারি। গোলাম পরওয়ার বলেছেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।


এদিন সন্ধ্যায় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে জায়গা পেয়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী। এছাড়া সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক করা হয়েছে। 



সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন