বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৯টা ৫৩ মিনিটে শমসের মুবিন চৌধুরী কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

জানা গেছে, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। 

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।

সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।


সম্পাদক : অপূর্ব আহমেদ