শনিবার, ৩ মে, ২০২৫

আ. লীগ নিষিদ্ধ নিয়ে হাসনাতের হুঁশিয়ারি

আ. লীগ নিষিদ্ধ নিয়ে হাসনাতের হুঁশিয়ারি

ছাত্র-জনতার সিদ্ধান্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেছেন তিনি।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, এই আহত ও শহীদদের রক্তের ওপর আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো দাবি, অনুরোধ করছি না। আমরা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

সারজিস আলম বলেন, আজ থেকে নয় মাস আগে শহীদ মিনারে আমরা ছাত্র-জনতা রায় দিয়েছিলাম। এবার বায়তুল মোকাররমে দক্ষিণ গেট থেকে আবারও সেই রায় দিবো। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না।

এসময় নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতি দল নয়। এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণতি হয়েছে। তাদের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য বলে বিবেচনা করতে ইচ্ছুক না। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও এই চিন্তা করে কীভাবে।


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ