বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে গতকাল বন্ধ হয়ে যায় আইপিএল।  

টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়ে গেছে। আইপিএলের পর জুনের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে যাওয়ার কথা । সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর বাংলাদেশে।

আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা আগস্টে বাংলাদেশ সফরের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে নজর দিচ্ছে।

আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সফর বাতিল হতে পারে। 


ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। আগস্ট মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ম্যাচগুলো হতে পারে। 


শুধু তাই নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, সেটাও স্থগিত হয়ে যেতে পারে। 


ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে এমন সমস্যা হচ্ছে।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না।

সম্পাদক : অপূর্ব আহমেদ