ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে।
আজ সোমবার (২ জুন) নির্বাচন কমিশনে বৈঠক হতে পারে। এরপরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার সন্ধ্যায় বলেন, ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবেন।
সিইসির নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে ইসি সচিবালয়ে এ সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে, বলেন এই কর্মকর্তা।
 
                         নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






 
                                













