নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জাতি প্রশ্ন তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
চোখের অসুস্থতাজনিত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে দেওয়া স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লিখেছেন, চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসা সংক্রান্ত বিধিনিষেধের কারণে, আমি আরও কয়েকদিন বিমানে যেতে পারব না। তা সত্ত্বেও, আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা করা সম্ভব তা করছি।
তিনি আরও লিখেছেন, গতকালের (সোমবার) বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ, গত ১৫ বছরে (জুলাই ২০২৪ সহ) অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে স্পষ্ট অগ্রগতির জন্য আমি উন্মুখ।
মির্জা ফখরুল লিখেছেন, আমাদের মনে রাখতে হবে- গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়বিচার এবং সংস্কারগুলো পারস্পরিকভাবে আলাদা নয়। এগুলো একসঙ্গে ঘটতে পারে এবং অবশ্যই ঘটতে হবে। এটিই আমাদের জাতির জন্য সর্বোত্তম পথ।
তিনি লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে, তত বেশি ঝুঁকি থাকবে যে, জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।
সবশেষে বিএনপি মহাসচিব লিখেছেন, আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতার পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া না করি।
 
                         নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






 
                                













