জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিবাদের বিচার চাই, আবার সংস্কারও চাই। বিচার-সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না। বিচার-সংস্কার ছাড়া যারা নির্বাচন চায়, তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোরের ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ বলেন, গত ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে রুপান্তর করা হয়েছিল। কিন্তু এখন আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য হবে।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে স্থানীয় একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পরে সড়ক পথে তারা খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেন।