রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গুলশানে চাঁদাবাজি: আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

গুলশানে চাঁদাবাজি: আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের এক সাবেক নারী সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবি করার সময় হাতেনাতে আটক হয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আটক রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ছাত্র প্রতিনিধি’ এবং একটি সরকারি কমিশনের সদস্য বলে পরিচয় দিয়েছেন।

চাঁদাবাজির ঘটনায় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চাঁদা দাবি ছাড়াও রিয়াদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিক ও এমপিদের জিম্মি করে অর্থ আদায় করতেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া:

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে দাবি করেন, রিয়াদ শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নেতা ছিলেন। তবে এই ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদ খান লেখেন, “এভাবে সব মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে। এরা সরকারের দাপটেই এসব চাঁদাবাজি করছে। পদ ব্যবহার করে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য, মামলাবাজিসহ এমন কোনো কাজ নাই যে, তারা করছে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন হলে তো তাদের কোটি কোটি টাকার স্মার্ট চাঁদাবাজি থাকবে না। এজন্যই তারা বিচার ও সংস্কারের নামে পাঁচ বছরের আওয়াজ তোলে।”

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, রিয়াদ নামধারী ওই ব্যক্তি এর আগে গত ১৭ জুলাই একই সাবেক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তারা ১০ লাখ টাকা নিয়ে যান। এরপর শনিবার ফের বাকি টাকা নিতে এলে পুলিশের হাতে ধরা পড়েন।

আইনি ব্যবস্থা:

গুলশান থানায় দণ্ডবিধি ও চাঁদাবাজি আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অতীতে আরও অনিয়মের অভিযোগ ছিল, যা যাচাই করে দেখা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র রাজনীতি ও সরকারি সংস্থায় ‘ছাত্র প্রতিনিধি’ নামে পরিচিতদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল বলছে, এই ‘ছাত্র প্রতিনিধি’ ট্যাগ ব্যবহার করে অনেকে ক্ষমতার অপব্যবহার করছেন। এই ঘটনাই যেন তার একটি প্রতিচ্ছবি।

সম্পাদক : অপূর্ব আহমেদ