টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের কীর্তি গড়ল।
প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
২০১৩ সালের পর ধূমকেতুর মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক আকর্ষণে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে প্রচারে নেমেছিলেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, নেচে মাত করেছেন, এমনকি মুক্তির আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ডই প্রমাণ করল তাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু শুধু প্রেমকাহিনি নয়, বরং সমাজের নানা দিকও তুলে ধরেছে। এতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।
অন্যদিকে, রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে দর্শকদের উন্মাদনার আভাস পাওয়া গিয়েছিল। সান পিকচার্স প্রযোজিত ছবিটি প্রথম দিনেই আয় ছাড়াল ১৫০ কোটি রুপি, যা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ।
স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে নির্মিত কুলি সিনেমায় এক কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে আছেন আমির খান।
গতকালই রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’। এই বিশেষ দিনে মুক্তি পাওয়া কুলি সাফল্যের নতুন রেকর্ড গড়ে রজনীকান্তকে আরও একবার ভক্তদের মনে অমর করে তুলল।