গত ১০ আগস্ট পরীমণির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। এরপর আজ রোববার (১৭ আগস্ট) তিনি প্রাইভেট হাসপাতাল নিয়ে একটি পোস্ট দিযেছেন।
পরীমণি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনী! কতশত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে..।’
এর আগে তিনি লিখেছিলেন, ‘ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কী চলে জীবনে, সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কুত্তার বাচ্চাগুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাঁড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।’
এর আগে একই দিনে শনিবার (১৬ আগস্ট) আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরী। ওই স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমার সব রকম আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনের গু মাত্র। তারপরও কিছু কুত্তাদের আমি সহ্য করে গেছি। কিন্তু এবার আর পারতেছি না। এবার যেটা পারতেছি সেটা হলো কবর দিয়ে দেয়া।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আজকে ফেসবুকে ঢুকতেই দেখি কতগুলা চিড়িয়া আমার জীবনের সুখ নিয়ে টানাটানি করা শুরু করে দিছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর রিলস আর বিজনেস ব্লগ করে ভরায়ে ফেলছে তাদের সোশ্যাল মিডিয়া। সামনে পরলে থাবড়ায়ে দিবোনে তিন মিনিট। আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসার উপাদান না।’
তবে তার ফেসবুক থেকে শনিবার (১৬ আগস্ট)-র পোস্টগুলো তিনি মুছে ফেলেছেন।
প্রসঙ্গত, কাছের মানুষদের নিয়ে ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনে জমকালো অনুষ্ঠান করেছিলেন পরীমণি। নিজের ফেসবুকে সে মুহূর্তের এক ঝলক ভিডিও প্রকাশ করে দর্শকদের অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সে অনুষ্ঠানের বেশ কয়েকটি নতুন ভিডিও। যারা ভিডিও প্রকাশ করেছেন তাদের উদ্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরী।