শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

অপরূপ তিন নদী

অপরূপ তিন নদী

নদীর কাছে আমাদের অনেক ঋণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রকৃতির অপরূপ দান এই নদী আমাদের জীববিকারও অন্যতম মাধ্যম। নদীকেন্দ্রিক গড়ে উঠেছে অনেক সভ্যতা। গড়ে উঠেছে বসতবাড়ি এবং ব্যবসাকেন্দ্র। তাছাড়া নদীর রূপ, পানি, কলকল শব্দ সবাইকে মুগ্ধ করে।

আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর নদী গণেশ্বরী। এটি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাত শহীদের মাজারের পাশ দিয়ে প্রবাহিত। নদীটি ভারতের মেঘালায় রাজ্যের পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের নেত্রকোনা হয়ে প্রবেশ করেছে। নদীটি বাংলাদেশের যে জায়গায় এসে প্রবাহিত হয়েছে, সে জায়গাটি একদম ভারত-বাংলাদেশের নো-ম্যান্স জোন। বাংলাদেশ অংশে নদীটি মেহগনি গাছের বাগান দিয়ে আবৃত। নদীর এ অংশটুকু থেকে চোখ জুড়ানো ভারতের মেঘালায় রাজ্যের পাহাড়গুলো দেখা যায়।

বাঙালি নদী: বাঙালি নদীও অন্যতম সুন্দর একটি নদী। এ নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে। নদীটি গাইবান্ধা ও বগুড়া অংশে এসে বাঙালি নাম ধারণ করেছে। এ নদীর আসল সৌন্দর্য ছোট ছোট চর। নদীর মাঝে মাঝে এখন চরের দেখা মেলে। সেখানেও জনপদ গড়ে উঠেছে। তবে যে অংশে এখনো নাব্যতা আছে, পানি প্রবাহিত হয়; সেই অংশ যেন নবযৌবনা।

সোমেশ্বরী নদী: এ নদী সৌন্দর্যের এক অপরূপ লীলাক্ষেত্র। নদীটিকে এক মায়াবী কন্যার মতো মনে হয়। অপলক তাকিয়ে থেকে একটি দিন পার করা যায় এ নদী দেখে। নদীটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত। সোমেশ্বরী নদী ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের সীমাসাংগ্রী থেকে উৎপন্ন হয়ে দুর্গাপুরে প্রবেশ করেছে। বছরের ভিন্ন ভিন্ন সময়ে নদীটি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তবে এর আসল সৌন্দর্য ফুটে ওঠে শীতকালে। শীতকালে নদীতে প্রায় হাটু পানি থাকে। এ নদীর পানি খুবই স্বচ্ছ। একদম কোমর পানি বা হাটু পানিতেও তলদেশের স্বচ্ছ বালু দেখা যায়। নদীটি অনেক খনিজ সমৃদ্ধ। কয়লা ও বালু সমৃদ্ধ। সোমেশ্বরীর তীরেই আছে বিখ্যাত বিজয়পুরের চিনামাটির পাহাড়। চিনা বা সাদা মাটি ছাড়াও গোলাপি, লাল, বেগুনি ও ধূসর মূল্যবান মাটি আর কাচাবালি সোমেশ্বরীরই দান।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন