বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার

শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকার কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল, তিনি আফ্রিকার গায়ানা দেশের নাগরিক। সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকার কাতার এয়ারলাইন্সের ফ্লাইট কিউআর ৬৩৮-এ শাহজালালে পৌঁছান।

মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সতর্ক অবস্থানে ছিলেন। বিমানবন্দর পৌঁছালে ৬ নম্বর বোর্ডিং ব্রিজে তার আসন নম্বর ৩০-এ যাচাই করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তার ব্যাগেজ স্ক্যান করা হলে তিনটি প্লাস্টিকের জারে মোড়ানো ২২টি ডিম্বাকৃতির ফয়েলে কোকেন পাওয়া যায়।

প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট কোকেনের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ